মেক্সিকোয় মন্ত্রীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

মেক্সিকোয় মন্ত্রীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভারেতে ও তার সঙ্গে থাকা ওয়াক্সাকা প্রদেশের গভর্নর আলেহান্দ্রো মুরাত অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে প্রাদেশিক গভর্নরকে নিয়ে হেলিকপ্টারে ভূমিকম্পের ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অবতরণের সময় তাদের হেলিকপ্টারটি একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

ওয়াক্সাকার প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঘটনাস্থলেই পাঁচ নারী, চার পুরুষ ও তিন শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়। তবে দুর্ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাদেশিক গভর্নর।

দুর্ঘটনার পর এক টুইটে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেনে, 'দুর্ভাগ্যজনকভাবে, মাটিতে থাকা বেশ কয়েকজন তাদের প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছে।'

 

সূত্রঃ দৈনিক সমকাল ১৮ ফেব্রুয়ারী ২০১৮

ছবিঃ সংগৃহীত