রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে বোঝাবে চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই জানিয়েছেন, রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমারকে বোঝাবে চীন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
শনিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চীন সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের সঙ্গে বেজিংয়ে শুক্রবার (৫ জুলাই) বৈঠক করেন ড. মোমেন। এ সময় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমারকে বোঝাবে চীন। এছাড়া এ সংকট সমাধানে বাংলাদেশ, মিয়ানমার ও চীন ত্রিপক্ষীয় সংলাপেরও আয়োজন করবে তারা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে ২০১৬ সালের অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের কথা উল্লেখ করেন। সেই সফর অনুযায়ী, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর ওপরে জোর দেন তিনি।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত প্রকাশ করেন রোহিঙ্গা সংকট এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে প্রভাব ফেলবে। ড. মোমেন রোহিঙ্গাদের ফেরাতে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারকেই ভূমিকা নেওয়ার বিষয়ে জোর দেন।
সূত্রঃ পিআইডি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম