বাক্স কাড়াকাড়ির দিন শেষ: তোফায়েল

বাক্স কাড়াকাড়ির দিন শেষ: তোফায়েল

ভোলার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমি ভোলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। এখানকার গ্রামে গেলে প্রাণ জুড়িয়ে যায়। ভোলায় গ্যাসলাইন সংযোগ করেছি। অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি প্রত্যেক ঘরে গ্যাসলাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমার এ জীবন ভোলার মানুষের জন্য উৎসর্গ করলাম।

আগামী নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, এ বছরের শেষে অবাধ ও নিরপেক্ষ ভোট হবে। এ নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই। যারা বলেন তত্ত্বাবধায়ক ও সহায়ক সরকার চাই, তাদের এ স্বপ্ন কখনও পূরণ হবে না। অতীতের মতো বাক্স কাড়াকাড়ি করার দিন শেষ হয়ে গেছে।

প্রবীণ এ রাজনীতিক বুধবার সন্ধ্যায় ভোলার বাংলা স্কুল মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন উপলক্ষে সবাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি ভোলা-বরিশাল ব্রিজের কাজ এ বছরের মধ্যেই শুরু করার চেষ্টা করার কথা জানান। এখানকার গ্যাসভিত্তিক উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোলায় এক সময় মাত্র দুই মেগাওয়াট বিদ্যুৎ ছিল। এখান প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে চলেছে। ভোলার বিদ্যুৎ এরই মধ্যে দক্ষিণাঞ্চলের অন্ধকার ঘুচিয়ে দিয়েছে।

পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।

অনুষ্ঠান পরিচানা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও পৌরসভার কাউন্সিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সূত্রঃ দৈনিক সমকাল

ছবিঃ সংগৃহীত