বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন: মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আর কোন সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি। তাই রক্তের দামে কেনা বঙ্গবন্ধুর বাংলাদেশে যেন পাকিস্তানি প্রেতাত্মা, একাত্তরের ঘাতক রাজাকারের দল ক্ষমতায় আসতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন হবে। এই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ে তোলার শপথ নিতে হবে।’
সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নিজ নির্বাচনী এলাকা কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের পূর্বে তিনি কাজীপুর উপজেলা সদরে স্বাধীনতা স্কয়ার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কাজিপুরের মেঘাই থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা পর্যন্ত যমুনা নদী তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
মোহাম্মদ নাসিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ এম. মনসুর আলীসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ মুক্তিযুদ্ধচলাকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
এ সময় তিনি বলেন, ‘একাত্তরে যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধীতা করেছিলো, এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিল, তারই আজ স্বাধীনতার ৪৬ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের ভুয়শি প্রশংসা করছেন, তারাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিচ্ছেন।’
তিনি আরও যোগ করেন, ‘এই স্বাধীন দেশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তার বিচার ওরা ক্ষমতায় থেকে করেনি। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং জাতীয় চার নেতা হত্যার বিচার এই বাংলার মাটিতে হয়েছে।’
কাজিপুর উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিুকুল ইসলাম। সভায় উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন
ছবিঃ সংগৃহীত