ঝড়ে হতাহতের দায় আবহাওয়া অধিদফতরের, বললেন মন্ত্রী

ঝড়ে হতাহতের দায় আবহাওয়া অধিদফতরের, বললেন মন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগে ভারতের উত্তরপ্রদেশে হতাহতের ঘটনায় আবহাওয়া অধিদফতরকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ক্ষতিগ্রস্ত এলাকা আগ্রায় পরিদর্শনে গিয়ে শনিবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন বলে এনডিটিভর এক প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি ওই এলাকায় ধূলিঝড় ও ব্যাপক বৃষ্টিপাতে অন্তত ৭৫জনের প্রাণহানি ও অনেক মানুষ আহত হয়েছেন; ঘরবাড়ি উড়ে গেছে, গাছ উল্টে গেছে, ভেঙেচুরে পড়েছে স্থাপনা ও বিদ্যুত ব্যবস্থাও।

দুর্যোগের পর দুইটি নির্বাচনী সভা বন্ধ রেখে কর্ণাটক থেকে শুক্রবারই আগ্রায় ছুটে যান আদিত্যনাথ। স্থানীয় সরকারি হাসপাতালও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদেরও দেখতে যান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, কেন্দ্র থেকে সম্ভাব্য দুর্যোগপূর্ণ এলাকায় সতর্ক বার্তা পাঠানো হয়। এই দুর্যোগ ৮ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আমরা দুর্যোগের ভয়াবহতা সর্ম্পকে এবং নিরাপত্তার ব্যাপারে সাধারণ মানুষকে জানাচ্ছি।

এ অবস্থায় স্থানীয় আবহাওয়া অধিফতর কর্তৃপক্ষ কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি সে প্রশ্নে তুলে আদিত্যনাথ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যপারে তাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা হবে।

দুর্যোগের সময় আবহাওয়া অধিদফতর বিষয়টি যথাসময়ে মানুষকে জানায়নি মন্তব্য করে তিনি বলেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্রঃ দৈনিক সমকাল

ছবিঃ সংগৃহীত