খালেদা জিয়ার চিকিৎসায় সরকার শতভাগ আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন। প্রেশার ভালো রয়েছে। সরকার তার চিকিৎসার বিষয়ে শতভাগ আন্তরিক। আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই। খালেদা জিয়ার চলাফেরায়ও এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখা যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার যথাযথ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কারা মহাপরিদর্শককে (আইজি-প্রিজন) নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বিএনপির অভিযোগ সঠিক নয়। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে হঠাৎ করেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। কারা চিকিৎসক ও সিভিল সার্জন পরীক্ষা করে জানানোর পর আইজি প্রিজন পরামর্শ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও কারা চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন। এ জন্য তাকে বিএসএমএমইউতে পরীক্ষা করানো হবে। তাদের কাছে খালেদা জিয়া বলেছেন, তিনি হঠাৎ করেই অসুস্থ হয়েছিলেন। সে জন্য তার রোগ নির্ণয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ করেছেন তারা। তাকে বিএসএমএমইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করে আসছে। তা উপেক্ষা করে বিএসএমএমইউতে কেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা রয়েছেন। রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি। তাছাড়া তার ব্যক্তিগত চিকিৎসকরা তো রয়েছেন। সুতরাং এখানেই তার চিকিৎসা হবে। এরপর অন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রঃ দৈনিক সমকাল
ছবিঃ সংগৃহীত