‘সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। পৃথিবীতে যতগুলো গণতান্ত্রিক দেশ আছে, তাতে যেভাবে নির্বাচন হয়, তার থেকে কোনো ব্যতিক্রমধর্মী নির্বাচন পদ্ধতি বাংলাদেশে নেই।
শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
এসম তিনি আরও বলেন, সংবিধানের মূলনীতি যারা মেনে নিতে পারেনি তারাই ষড়যন্ত্র করছে, নানা রকমের কথা বলছে। বিদেশি মোড়লদের কাছে ধর্না দিচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, দেশে যে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের পথে, তা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই উন্নত দেশে রূপান্তরিত হবে। এ জন্যই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।
ঝালকাঠির প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) তত্ত্বাবধায়ক স্বপন কুমার অধীকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
উল্লেখ্য ১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মাণ করেছে এলজিইডি বিভাগ।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম