মানুষকে দুর্ভোগে ফেলে নির্বাচন বন্ধ করা যায় না: বনমন্ত্রী

মানুষকে দুর্ভোগে ফেলে নির্বাচন বন্ধ করা যায় না: বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে নির্বাচন বন্ধ করা যায় না। নির্বাচনের জন্য মানুষের মন জয় করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার দুপুরে হাটহাজারীতে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাসুকুর রহমান সিকদার।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ ইউনুচ গণি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহব উদ্দিন, ইউএনও আক্তার উননেছা শিউলী, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

 

সূত্রঃ দৈনিক যুগান্তর,২৪ ফেব্রুয়ারি ২০১৮

ছবিঃ সংগৃহীত