পদত্যাগের দাবির মুখে আইন-শৃঙ্খলার দায়িত্ব নিজের হাতে নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

পদত্যাগের দাবির মুখে আইন-শৃঙ্খলার দায়িত্ব নিজের হাতে নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

কয়েক দিন আগে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির পর দেশজুড়ে পদত্যাগের দাবি ওঠে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের। এমন পরিস্থিতিতে মন্ত্রিপরিষদে রদবদলের উদ্যোগ নেন তিনি। আর নিজের হাতে নিয়ে নিয়েছেন আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রণালয়।

বিক্রমাসিংহে গতকাল রবিবার আইন-শৃঙ্খলা মন্ত্রীর শপথ নিয়েছেন। তিনি জাতীয় নীতি ও অর্থনৈতিক মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এক সপ্তাহ আগে ওই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন সাগালা রত্ননায়েকে। তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ছিল।

শপথ শেষে প্রেসিডেন্ট মৈত্রীপাল শ্রীসেনা বলেন, আরো কয়েকটি মন্ত্রণালয়েও রদবদল হয়েছে। দুই সপ্তাহের মধ্যে আরো পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, জোট সরকারের এই পরিবর্তন জনসেবা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় পরিষদ নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর থেকে জোট সরকারের সদস্যরা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

ছবিঃ সংগৃহীত