বিশ্বমানের পুঁজিবাজার গড়তে বিএসইসিকে ৭ থেকে ১০ মিলিয়ন ডলার প্রযুক্তি সহায়তার আশ্বাসঃ পলক
দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রনকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে ৭ থেকে ১০ মিলিয়ন ডলার প্রযুক্তি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জের ডিএসই ভবনে 'ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ প্রস্পেক্ট অ্যান্ড অপারচুনিটিস ফর টেক স্টার্টআপ অ্যান্ড গ্রোথ স্টেজ কোম্পানিজ' শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আমাদের অনুরোধ করেছিলেন কিভাবে আমরা তাদের প্রযুক্তি সহায়তা দিয়ে আরও সফলতা এনে দিতে পারি, যাতে স্বচ্ছতার মাধ্যমে আমরা বিশ্বমানের একটা সার্ভিস গ্রো করতে পারি। আমরা এরই মধ্যে অ্যাসেসমেন্টগুলো করেছি। আমরা ৭ থেকে ১০ মিলিয় ডলার ব্যয় করবো। প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমরা বিএসইসিকে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সংস্থা হিসেবে গড়ে তুলবো।
‘কিভাবে স্ট্যার্টআপ কোম্পানিগুলো পুঁজিবাজারে নিয়ে আসা যায় সেই চেষ্টা চলছে। এরই মধ্যে ই-জেনারেশন পুঁজিবাজারে এসেছে। এক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে আমাদের আড়াই হাজার স্ট্যার্টআপ সফল হয়েছে। আমরা প্রায় সাড়ে তিনশ স্ট্যার্টআপকে ১০ লাখ টাকা করে অফেরতযোগ্য ফান্ড দিয়েছিলাম। তারা আজকে কয়েকশ মিলিয়ন ফান্ডে পরিণত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২৫ সালের মধ্যে আমরা ৫০০ কোটি টাকা স্ট্যার্টআপ কোম্পানিতে বিনিয়োগ করবো। এই ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে নয়, ইকুইটি হিসেবে দেওয়া হবে। এ লক্ষ্যে সরকার স্ট্যার্টআপ বাংলাদেশ লিমিটেড করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এন এম জিয়াউল আলম ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন- বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দীন আহমেদ, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়া, ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রমুখ।
সূত্রঃ মন্ত্রীর ব্যক্তিগত ফেসবুক।