খালেদাকে 'কারাগারের রোজনামচা' পড়তে বললেন মেনন

খালেদাকে 'কারাগারের রোজনামচা' পড়তে বললেন মেনন

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর 'কারাগারের রোজনামচা' পড়ার পরামর্শ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, কারাগারে থেকে খালেদা জিয়া বাসার সুবিধা নিচ্ছেন। কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নিয়েছেন। তার জানা উচিত বঙ্গবন্ধুসহ বাংলাদেশের মহান নেতারা কীভাবে জেলে সময় কাটিয়েছেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, খালেদা জিয়া কারাগারকে তার গুলশানের বাসা বানাতে চাইছেন, ভিআইপি মর্যাদা চাইছেন, আরাম-আয়েশ করে থাকতে চাইছেন। অথচ তিনি করেছেন দুর্নীতি।

মেনন বলেন, ডিভিশনের আবেদন না করেই ডিভিশন দেওয়া হয়নি বলে প্রচার চালিয়েছে বিএনপি। এসব কথার আড়ালে দলটি তাদের নেত্রীর দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে। মন্ত্রী বলেন, দুর্নীতি দুর্নীতিই। ভারতের লালু প্রসাদ যাদব ও জয় ললিতা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির দায়ে বছরের পর বছর কারাভোগ করেছেন। সেখানে তো কোনো মায়াকান্না হয়নি। এ কারণে খালেদা জিয়ার সাজা নিয়ে মায়াকান্না করার কোনো অবকাশ নেই।

খালেদা জিয়াকে পাকিস্তানপ্রেমী বলে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে তার পদ হারিয়েছেন। পৃথিবীর অন্যান্য দেশেও দুর্নীতির দায়ে বড় বড় নেতার বিচার হচ্ছে। সে হিসেবে দুর্নীতির দায়ে খালেদা জিয়ার বিচার ও জেলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, আয়োজক সংগঠনের সভাপতি নূর উদ্দিন খান, সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদার উপস্থিত ছিলেন।

 

সূত্রঃ দৈনিক সমকাল ১৮ ফেব্রুয়ারী ২০১৮

ছবিঃ সংগৃহীত