বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও গতিশীল নেতৃত্বে উন্নয়ন-সমৃদ্ধির দিক থেকে বিশ্বে বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটেছে। মঙ্গলবার সংসদে তিনি এ কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষ হয়। আলোচনা শেষে ভাষণের ওপর সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে বলেন, জনবান্ধব নীতি ও পদক্ষেপের ফলে গত ৯ বছরে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। বর্তমানে বাংলাদেশ সব ক্ষেত্রেই পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে। এমনকি কোন কোন ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের দেশে পরিণত হচ্ছে। শুধু তাই নয় সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত করতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। যার ফলে অল্প সময়ের মধ্যে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের উক্তি অনুযায়ী তলাবিহীন ঝুড়ির দেশ এখন নিম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় ’২১ সালের আগেই মধ্যম এবং ’৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অথচ বিএনপির আমলে রিজার্ভ ছিল ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর রেমিটেন্স বিএনপি আমলের ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিপরীতে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে। বিদ্যুৎ উৎপাদনে দেশ বর্তমানে অভূতপূর্র্ব সাফল্য অর্জন করেছে। বিএনপির আমলে প্রায় ৩ হাজার ৫শ’ মেগাওয়াটের স্থলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৫ হাজার মেগাওয়াট।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
ছবিঃ সংগৃহীত