দেশের মানুষের কষ্ট হয় এমন কিছু করবেন না: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

দেশের মানুষের কষ্ট হয় এমন কিছু করবেন না: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

দেশের মানুষের কষ্ট হয় এমন কিছু না করার জন্য ব্যবসায়ী-শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২০ নভেম্বর) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও সুযোগ-সুবিধা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান। 



এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যবসায়ী-শিল্পপতিদের এমন কিছু করা উচিত নয় যাতে দেশের মানুষের কষ্ট হয়। তাদের উচিত সরকারি সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা করে দেশের উন্নয়নে অবদান রাখা।



প্রধানমন্ত্রী বলেন, এখন আর হাওয়া ভবন নেই যে আপনাদের কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনের পাওনা বুঝাতে হয় বা এখানে-ওখানে ছোটাছুটি করতে হয়। আমরা সব ধরনের নিয়ম-শৃঙ্খলার মধ্যে দেশকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ব্যবসায়ীরা ব্যবসা করবেন। ব্যবসার ক্ষেত্র প্রস্তুত করা, সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি।

তিনি বলেন, আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের কল্যাণে যত বেশি কাজ করবেন, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করবো।



তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মন্দা চললেও বাংলাদেশের অবস্থা এখনও এতো খারাপ নয়। দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যহত রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার।



শেখ হাসিনা বলেন, অন্তত আমাদের অর্থনীতির গতিশীলতা যাতে অব্যাহত থাকে সে ব্যবস্থা আমি নিচ্ছি। এর ওপর এলো মরার ওপর খাঁড়ার ঘাঁ; ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার ফলে আমাদের ক্রয় করার সুযোগ অনেক কমে গেছে। আমরা যেসব জিনিস বাইরে থেকে আমদানি করি, সেগুলোর দাম অতিরিক্ত বেড়ে গেছে। পরিবহন খরচ আরও বেড়ে গেছে।
 


দেশে শিল্প বিকাশের পাশাপাশি কৃষিজমির ব্যবহারের দিকেও লক্ষ্য রাখতে হবে, নষ্ট করা যাবে না বলেও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এ সময় যুব সমাজকে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ নেওয়ার ফলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে, আরও আসবে। সেই সঙ্গে আমি যুব সমাজকে বলবো, শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেরা নিজেদের শিল্প-ব্যবসা গড়ে তোলেন। নিজেরা অন্য লোককে চাকরির সুযোগ করে দেন। নিজের মাস্টার নিজেই হোন।

 

 

সূত্রঃপিআইডি