বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ অবিচ্ছেদ‍্য- নৌপরিবহন প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ অবিচ্ছেদ‍্য- নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ অবিচ্ছেদ‍্য। বাঙালি জাতি, বাঙালি রাষ্ট্রপরিচয় বঙ্গবন্ধু দিয়েছেন। ‘বঙ্গবন্ধু বলেছিলেন,  আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই।’ এ অধিকার প্রতিষ্ঠার জন‍্য বঙ্গবন্ধু ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন। বাংলার মানুষের মুক্তির জন‍্য ২৩ বছর তাঁকে অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিতে হয়েছে। বঙ্গবন্ধু ধারাবাহিক সংগ্রামের এক পর্যায়ে ছয় দফা দিলেন, যা পাকিস্তানিদের পক্ষে মানা সম্ভব ছিল না, এটা বঙ্গবন্ধু জানতেন। পাকিস্তানিরা জানত, এ ছয় দফা যদি মেনে নেয় তাহলে পাকিস্তান আর থাকে না। বাংলাদেশ আলোচনার ভিত্তিতেই স্বাধীন হয়ে যায়। এ ছয় দফার মধ‍্যে সবকিছু  আমাদের ছিল। এখানে আলাদা বাহিনী, আলাদা রাজস্ব কর, সব ঠিক করা, মুদ্রা আলাদা; শুধু একমাত্র বৈদেশিক নীতিটা বাদ দিয়ে বাকি সব আমাদের।

 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে মহান বিজয় দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষ্যে আইইবি ঢাকা কেন্দ্র আয়োজিত ‘বিজয়ের ৫২ বছর এবং স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং পৌষ উৎসব-১৪২৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ‘সোনার বাংলা’ গড়তে চেয়েছিলেন। তিনি শুরু করছিলেন; কিন্তু  ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁকে সপরিবারে হত‍্যা করার কারণে সেটি হয়নি। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ  আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইত‍্যাদি সংকট থাকা সত্ত্বেও দেশ ভালোভাবে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সকলকে ঐক‍্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম‍্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এবং আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন‍্যান‍্যরে মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর, আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নূরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম‍্যান প্রকৌশলী হাবিব আহমদ  হালিম মুরাদ।

 

 

সূত্রঃপিআইডি