শিল্প উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিল্প উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে আজ তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Park Young-sik সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২১ জুন ১৯৯৯ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে দু’দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সুরক্ষিত রয়েছে।

 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত   বাংলাদেশ  দক্ষিণ কোরিয়ার মধ্যে শিল্পক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। বিনিয়োগের জন্য বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ পরিবেশ উন্নতি করা প্রয়োজন। এছাড়া, তিনি শিল্পের কাঁচামাল ও ভ্যাট-ট্যাক্স কমানোসহ কোরিয়ান বিনিয়োগকারীদের সহজ শর্তে ভিসা প্রদানের অনুরোধ জানান।

 

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প, চামড়া শিল্প, কারুশিল্প ও হস্তশিল্প স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃপিআইডি