বিএনপি নির্বাচনে না যাওয়ার ভুল আবার করলে আমাদের কি করার আছে: ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে না যাওয়ার ভুল আবার করলে আমাদের কি করার আছে: ওবায়দুল কাদের

বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার মানুষ পোড়ানোর গণতন্ত্র আর চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রবিবার মেঘনা-গোমতী সেতুর গার্ডার লাঞ্চিং-এর উদ্বোধন করতে গিয়ে দাউদকান্দিতে এক সুধি সমাবেশে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্য চালিয়েছে এবং নিরপরাধ জনগণকে পুড়িয়ে মেরেছে তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। আগুনে পুড়িয়ে মানুষ মারার কারণে খালেদা জিয়া থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্নীতির মামলায় জেলে যাওয়ার পরেও জনগণ খালেদা জিয়ার জন্য রাস্তায় নামেনি। এটাই তার চাক্ষুস প্রমাণ। বিএনপির পায়ের তলায় আজ মাটি নেই বিধায় তারা আবোল-তাবোল কথাবার্তা বলছে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে জনগণ কঠিন হাতে মোকাবিলা করবে বলেও সড়ক পরিবহণ মন্ত্রী মন্তব্য করেন।

খালেদা জিয়ার জামিন সম্পর্কে সাংবাদিকগণ প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে। আদালত কি করবে না করবে সেটা একান্তই তাদের ব্যাপার। সরকার আদালতের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখে না। নির্বাচন সম্পর্কে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ না করে যে ভুল করেছে সেই ভুল আবার করলে আমাদের কি করার আছে ? আমরা চাই সকল রাজনৈতিক দলকে নিয়েই নির্বাচনে যেতে।

মায়ের মৃত্যুতে সমবেদনা প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মায়ের মৃত্যুতে যারা সমবেদনা প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার মা বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিত্সাধীন থাকাকালে সরাসরি টেলিফোন, খুদেবার্তার মাধ্যমে বা সশরীরে এসে যারা খোঁজ-খবর নিয়েছেন এবং মায়ের মৃত্যুর পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি যারা সমবেদনা জানিয়েছেন এবং কুলখানিতে অংশ নিয়েছেন তাদের সবাইকে আমি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত