কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার এক শোক বার্তায় তিনি বলেছেন, এই দুর্ঘটনায় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাঁদের পরিবার-পরিজনকে আমার হূদয় থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে বাংলাদেশ এবং নেপাল সরকারের নেতৃত্ব এবং জনগণের প্রতি জানাই আমার গভীর সহমর্মিতা, সহানুভূতি।
বিমান দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন কলকাতার মানুষজনও। তাঁরা খবর নিচ্ছেন ওই বিমানে ?তাঁদের পরিচিত কেউ যাত্রী ছিলেন কি না। এদিকে, কাঠমান্ডুর বিমান দুর্ঘটনার রেশ পড়েছে কলকাতা বিমানবন্দরেও।
সোমবার সন্ধ্যায় কাঠমন্ডু থেকে কলকাতা হয়ে যে বিমানগুলোর ঢাকা যাওয়ার কথা ছিল, সেগুলো আসতে পারেনি। ফলে ঢাকাগামী যাত্রীরা আটকে পড়েন। পরে অন্য জায়গা থেকে বিমান আসে। কয়েক ঘণ্টা বিলম্বে যাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা হন।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
ছবিঃ সংগৃহীত