অামেরিকানরা এখন ঢাকায় এসে ক্যান্সারের ওষুধ কেনে: স্বাস্থ্যমন্ত্রী
অামেরিকানরা এখন ঢাকায় এসে ক্যান্সারের ওষুধ কেনে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে মঙ্গলবার সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাংলাদেশ সম্পর্কে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিবের মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু অামরা প্রমাণ করেছি বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। অামাদের তৈরি করা কাপড়-পোশাক দিয়ে এখন তাদের উলঙ্গ দেহ ঢাকে। ঢাকায় এসে অামেরিকানরা এখন ক্যান্সারের ওষুধ কেনে।
এদিন, টাইগারদের খেলার প্রশংসা করে তিনি বলেন, বাঙালি পারে না এমন কিছু নেই। বাঙালি সবই পারে। বাঙালি এত ভালো খেলে। তাদের খেলা দেখে অামি আশ্চর্যান্বিত হয়েছি।
মোহাম্মদ নাসিম বলেন, ক্রিকেট খেলায় বাংলাদেশ শেষ ছক্কাটার কারণে হেরে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে অাগামী নির্বাচনে শেষ ছক্কাটা মারবে অাওয়ামী লীগ। তিনি আরও জোর দিয়ে বলেন, এরপর ইনশাঅাল্লাহ অামরাই ছয় মারব।
প্রধানমন্ত্রীর জন্মদিনের মাস সেপ্টেম্বরে বিশ্বের অন্যতম ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা বার্ন ইউনিট ভবন উদ্বোধন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন
ছবিঃ সংগৃহীত