নারীরা সর্বস্তরে এগিয়ে : তারানা
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নারীদের প্রতি বৈষম্য নির্মূল করতে সমাজের সর্বস্তরের মানুষের মানসিকতার পরিবর্তন আবশ্যক। নারীরা সর্বস্তরে এগিয়ে যাচ্ছে। নারীর অর্থনৈতিক উন্নয়নই নয় রাজনৈতিক উন্নয়নও হতে হবে। তবেই নারীর ক্ষমতায়ন হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে আয়োজিত সেমিনারের তিনি এ কথা বলেন। সেমিনারের মূল প্রতিপাদ্য: ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা।‘
পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমান এবং বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এসডিজি বাস্তবায়নে এবং টেকসই উন্নয়ন অর্জনে নারীর সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়ন আবশ্যক। সুযোগের সমতা নিশ্চিত করে ও মর্যাদা প্রতিষ্ঠা করে নারীর চলার পথকে আরও সুসংহত করতে হবে।
সচিব মো. জিল্লার রহমান বলেন, সামাজিক নিরাপত্তা বলয়ের পরিধি বাড়ানো হয়েছে।
বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, নারী-পুরুষ সমতার মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। সমাজে লিঙ্গ বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির প্রতি জোর দেন তিনি।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।
দেশের আর্থ-সামাজিক ও নারীর উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াকে।
ছবি ও খবর : জাগো নিউজ