পাকিস্তানি প্রেতাত্মারা এখনো সক্রিয়: নৌ মন্ত্রী

পাকিস্তানি প্রেতাত্মারা এখনো সক্রিয়: নৌ মন্ত্রী
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানি প্রেতাত্মারা এখনো সক্রিয়, তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আজ বুধবার ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম সমন্বয় পরিষদ বিআইডব্লিউটিএ ইউনিট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসিবুর রহমান খান, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহেমদ, অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, সন্তান কমান্ডের দেওয়ান সেতাবুর রহমান এবং মোহাম্মদ নাজমুল হুদা।
 
শাজাহান খান বলেন, জাতির পিতার আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে।
 
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় দেশের প্রভূত উন্নয়ন হয়েছে, আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। 
 

সুত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত