স্বাস্থ্যখাতে দেশের অর্জন অনেক:স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে দেশের অর্জন অনেক:স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যখাতে দেশের অর্জন অনেক। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অহেতুক টেস্ট করানোর নামে রোগীদের হয়রানি করা যাবে না।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসারর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। 
 
আরো বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সা সেবা নিয়েছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে তার চিকিৎসা সেবার সব ধরনের  প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছি। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, একজন রাজনীতিবিদ, তিনি অবশ্যই সুচিকিৎসা পাবেন।
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, তারা খালেদা জিয়াকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবার দেয়ার জন্য দাবি করেছিলেন। বিএসএমএমইউ হাসপাতালটি বাংলাদেশের প্রসিদ্ধ হাসপাতাল। এখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের ওপর আস্থা রাখুন, তিনি সুচিকিৎসা পাবেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, তিনি (খালেদা জিয়া) দেশের সাবেক প্রধানমন্ত্রী। এখন আদালতের নির্দেশ অনুযায়ী তিনি কারাগারে রয়েছেন। তাই কারাবিধি মেনে তার চিকিৎসার সকল ব্যবস্থা করা হবে।
 
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত