খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব করবে সরকার: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব করবে সরকার: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষার জন্য শেখ হাসিনার সরকার যা-যা করার তাই করবে।’ আজ শনিবার সন্ধ্যায় বিবিসি বাংলা’র এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার সামরিক শাসনের সরকার নয়, গণতান্ত্রিক সরকার কারাবন্দীর অধিকারে বিশ্বাস করে এবং শ্রদ্ধা রাখে।’ 
 
মন্ত্রী এসময় তার কারাগার জীবনের দুঃসহ স্মৃতিচারণ করে বলেন, ‘পঁচাত্তরের পরে জেনারেল জিয়ার সামরিক সরকারের কালে কারাবন্দীদের অধিকারবঞ্চিত করে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। আমি পাঁচ বছর কারাগারে ছিলাম, বাইরের ডাক্তার তো দূরের কথা, জেলের ডাক্তারও দেখতে আসেননি।’ 
 
‘কারা কতৃপক্ষ, প্রশাসন ও চিকিৎসকেরা কারাবন্দীর স্বাস্থ্য সুরক্ষার সিদ্ধান্তে অটল এবং সে সিদ্ধান্তই সরকার কার্যকর করছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরাও সরকারি চিকিৎসকদের সঙ্গে তার স্বাস্থ্যপরীক্ষার কাজে নিয়োজিত।’ বাসস।

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত