দুর্ভোগ ছাড়াই মানুষ বিদেশ যাবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

দুর্ভোগ ছাড়াই মানুষ বিদেশ যাবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘মানুষ যেন দুর্ভোগ ছাড়াই বিদেশে যেতে পারেন এ লক্ষ্যে কাজ করছে সরকার। সহায়তা করছেন গণমাধ্যম কর্মীরা।’

বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে সংবাদপত্র (জাতীয়), সংবাদপত্র (আঞ্চলিক), টেলিভিশন, রেডিও, অনলাইন পত্রিকা এবং আলোকচিত্র- এই ছয় ক্যাটাগরিতে ১৪ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। পুরস্কার পাওয়া সাংবাদিকরা হলেন- সংবাদপত্র (জাতীয়) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সমকালের আবু যর আনছার উদ্দীন আহাম্মেদ।

দ্বিতীয় ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত এবং তৃতীয় হয়েছেন নিউ এইজের মুহাম্মদ ওয়াসিম উদ্দিন ভূঁইয়া। সংবাদপত্র (আঞ্চলিক) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দৈনিক জালালাবাদের কামরুল ইসলাম। টেলিভিশন রিপোর্টিংয়ে প্রথম সময় টিভির আশীষ কুমার সরকার, দ্বিতীয় একাত্তর টিভির ঝুমুর বারী এবং তৃতীয় মাছরাঙার মাশরেক রাহাত।

রেডিও রিপোর্টিংয়ে প্রথম রেডিও টুডের সালেহ নোমান। অনলাইন ক্যাটাগরিতে প্রথম ঢাকা ট্রিবিউনের মো. ফজলুর রহমান, দ্বিতীয় দ্য রিপোর্ট ২৪.কমের কাওসার আজম এবং তৃতীয় বেনার নিউজের জেসমিন আক্তার। আলোকচিত্রে প্রথম ও দ্বিতীয় হন প্রথম আলোর সাইফুল ইসলাম রনি ও আবদুস সালাম এবং তৃতীয় আল জাজিরা ও ঢাকা ট্রিবিউনের মাহমুদ হোসেন অপু।

 

সূত্রঃ দৈনিক যুগান্তর

ছবিঃ সংগৃহীত