আন্দোলনের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা: তোফায়েল

আন্দোলনের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যদি কেউ আন্দোলনের নামে অরাজকতা করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আইনপ্রয়োগকারী সংস্থা ও সরকারের কর্তব্য।

মন্ত্রী গতকাল বুধবার দুপুরে ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে মহান একুশে ফেরুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবেসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তারা সেই স্বপ্ন ভুলে যান। আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। নির্বাচনের সময় সরকার দৈনন্দিন কাজ করবে। কিন্তু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের যদি কেউ ক্ষতি করে থাকে তা করেছেন জিয়াউর রহমান। আর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচার আদালত করেছে। বর্তমান সরকার করেনি। তাই এ ব্যাপারে আমরা মন্তব্য করি না।

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত