সামনে বিশ্বব্যাংকের সহায়তা আরো বাড়বে: অর্থমন্ত্রী
বর্তমানে ঢাকায় বিশ্বব্যাংকের যে টিম আছে তারা বাংলাদেশের চাহিদা বোঝেন। সামনে বাংলাদেশের সব ধরনের উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা বাড়াবে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একথা বলেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিদায়ী আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান সাক্ষাৎ করেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে সময় ভালো যাচ্ছে। তবে মাঝে কিছুদিন এই সংস্থার সঙ্গে খারাপ সময় পার করেছিলম। এই অবস্থা এখন আর নেই। এখন ঢাকায় বিশ্বব্যাংকের ভালো টিম রয়েছে। আশাকরি প্রকল্পের ঋণ সহায়তাসহ সব ধরনের সহায়তা বাড়াবে বিশ্বব্যাংক।
তিনি আরো বলেন, বাংলাদেশ ঋণ নেওয়ার সক্ষমতা পূরণ করছে। তাই সবাই ঋণ দিতে চায়।
এসময় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর বব সাউম উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম