জামায়াতকে নিষিদ্ধ করতে কিছুটা সমস্যা আছে: অর্থমন্ত্রী

জামায়াতকে নিষিদ্ধ করতে কিছুটা সমস্যা আছে: অর্থমন্ত্রী

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে কিছুটা সমস্যা আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী অবশ্য এ-ও বলেন, ‘জামায়াত স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।’

সচিবালয়ে আজ সোমবার বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা থাকা সত্ত্বেও দলটিকে সরকার নিষিদ্ধ করছে না কেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কিছুটা সমস্যা আছে। সবকিছু দেখেশুনে এগোতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন যে শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা কৃষক লীগ নেতা হওয়ায় এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত কি না। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের কথাও জামায়াতের কথা হয়ে গেছে। অর্থমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে, মাথাচাড়া দিতে পারেনি।

জাফর ইকবালের ওপর হামলা কি প্রমাণ করে না যে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জঙ্গিরা যেখানেই ঘটনা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তারা ধরা পড়েছে। এখন বিচার হচ্ছে তাদের।

 

সূত্রঃ দৈনিক প্রথম আলো

ছবিঃ সংগৃহীত