তৃতীয় লিঙ্গেঁর মানুষের একত্রিত করে উন্নয়ন কৌশল প্রণয়ন করতে হবে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

তৃতীয় লিঙ্গেঁর মানুষের একত্রিত করে উন্নয়ন কৌশল প্রণয়ন করতে হবে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘বন্ধু’ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সমাজের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ইউএস-এইডের অর্থায়নে মানবিক এ সংগঠনটির 'সমতা' প্রকল্পের কার্যক্রম আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানের হোটেল আমারি’তে ‘বন্ধু’ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘সমতা’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

কে এম খালিদ বলেন, আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার তৃতীয় লিঙ্গেঁর মানুষদের উন্নয়নে কাজ করতে চাই। কিন্তু সমস্যা হলো তারা একত্রিত বা সংগঠিত হতে চায় না। তাদেরকে একত্রিত করে উন্নয়ন কৌশল প্রণয়ন করতে হবে। এ বিষয়ে বন্ধু’র সহযোগিতা কামনা করে তিনি বলেন, মুক্তাগাছাকে এই জনগোষ্ঠীর জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া, তাদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে ‘বন্ধ’ চাইলে অর্থায়ন করতে পারে।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউএস-এইড মিশন, বাংলাদেশ এর পরিচালক ক্যাথরিন ডি. স্টিভেন্স, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও ইউএন-এইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

অনুষ্ঠানের শুরুতে লিঙ্গ বৈচিত্র্যময় কমিউনিটির নৃত্যদল ‘এসেন্স অব সোল’ নৃত্য পরিবেশন করে।

 

 

সূত্রঃপিআইডি