মানুষ পোড়ানোর গণতন্ত্র জনগণ চায় না: কাদের

মানুষ পোড়ানোর গণতন্ত্র জনগণ চায় না: কাদের

বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার 'মানুষ পোড়ানোর' গণতন্ত্র আর চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার মেঘনা-গোমতী সেতুর গার্ডার লঞ্চিং উদ্বোধন করতে গিয়ে দাউদকান্দিতে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, '২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চালিয়েছে এবং জনগণকে পুড়িয়ে মেরেছে, তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। আগুনে পুড়িয়ে মানুষ মারার কারণে খালেদা জিয়া থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্নীতির মামলায় জেলে যাওয়ার পরও জনগণ খালেদা জিয়ার জন্য রাস্তায় নামেননি—এটাই তার চাক্ষুষ প্রমাণ। বিএনপির পায়ের তলায় আজ মাটি নেই বিধায় তারা আবোল-তাবোল কথাবার্তা বলছেন।'

স্বাধীনতাবিরোধীদের নিয়ে দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের জনগণ কঠিন হাতে মোকাবেলা করবে বলেও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন, দাউদকান্দির পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ এসডু এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সূত্রঃ দৈনিক সমকাল

ছবিঃ সংগৃহীত