এনডিডি ও অটিজম বিষয়ে যতবেশি আলোচনা হবে ততো আমাদের জন্য ভালো -সমাজকল্যাণ মন্ত্রী

এনডিডি ও অটিজম বিষয়ে যতবেশি আলোচনা হবে ততো আমাদের জন্য ভালো -সমাজকল্যাণ মন্ত্রী

 

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এনডিডি ও অটিজম বিষয়ে যতবেশি আলোচনা হবে ততো আমাদের জন্য ভাল। কারণ এই বিষয়গুলো নিয়ে সচেতনতা খুব কম।

মন্ত্রী গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ মিলনায়তনে কমিউনিকেশন ডিজঅর্ডার্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ব অটিজম সচেতনতা মাস-২০২৪ উপলক্ষ্যে ‘Empowering Autistic Voices: Understanding of education, economic and gender mainstreaming in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, অটিজম বিষয়ে অতীতে মানুষ সম্পূর্ণ অচেনা ছিল। ভাবা হতো, অটিজম আক্রান্ত বাচ্চাটি অভিশপ্ত, পরিবারটি অভিশপ্ত। বাচ্চাটিকে লুকিয়ে রাখা হতো। চিকিৎসা ক্ষেত্রে বেশির ভাগ লোকও এর সাথে পরিচিত ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের সহযোগিতায় প্রধানমন্ত্রী বিষয়টিকে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের মূল ধারায় নিয়ে এসেছেন। যার কারণে আজকে কোনো জায়গায় অটিজম কথাটি আসলে সবাই মোটামুটি জানে। এ জন্য এখন আর কেউ এটাকে অভিশাপ ভাবে না। বাবা মা এখন যে কোনো পরিসরে বলতে পারে আমার বাচ্চা অটিস্টিক ।

 

মন্ত্রী এনডিডি শিশুদের শিক্ষা প্রসঙ্গে বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা কোনো বাচ্চাকে কোথায় দেবো, চেষ্টাটা হলো আমাদের সব বাচ্চাকে আমরা সাধারণ বিদ্যালয়ে পড়ারাবার চেষ্টা করবো। যাদেরকে নেয়ার মত নয় সে বাচ্চাদেরকে বিশেষ বিদ্যালয়ে পড়াবো এবং পড়ায়ে চেষ্টা করবো তাকে ততদূর নিয়ে যাওয়া, যেন সে সাধারণ জায়গায় নেয়া যায়। যে বাচ্চাদের কোনোভাবেই কিছু করা যাচ্ছে না তাদেরকে সেভাবে বাঁচাতে হবে। তাদেরকে স্বাভাবিকের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

 

ডা. দীপু মনি বলেন, অটিজম আক্রান্তদের যততটুকু পরিবারের মধ্যে রেখে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া যায়। কিন্তু কিছু যাদের বাড়িতে রাখা সম্ভব নয় তাদের জন্য সমিন্বত সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।  আটটি বিভাগে আটটি সেন্টার স্থাপন করা হবে। সেখানে আবাসন শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। আমাদের আপাতত ১৪টি কেন্দ্র আছে। সেখানে নিবাসী রাখা যায় এরকম আপডেট করে তাদের রাখা হবে। ঢাকায় প্রথমে একটি পাইলটিং করা হবে। তারপর আমরা প্রত্যেক বিভাগে করবো, ঢাকার সেন্টারটির ফলাফলের ওপর ভিত্তি করে আমরা পরিবর্তন আনব। সেগুলোতে প্রশিক্ষণ, থেরাপি শিক্ষা ও প্রশিক্ষণ এর ব্যবস্থা রাখা হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এড টেক হাব এর কান্ট্রি লিড আফসানা সাদিক অতুলি, সোসাইট ফর দি ওয়েলফেয়ার অভ্ অটিস্টিক চিলড্রেন সুবর্ণ চাকমা। সেমিনারটি মডারেট করেন কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের চেয়ারম্যান শারমিন আহমেদ।

 

 

 

সূত্রঃপিআইডি