বিজয় দিবস উদ্যাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মহান বিজয় দিবস উদ্যাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এ জাতীয় দিবস উদ্যাপন করতে পারে এবং সেখানে যেন কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা না ঘটে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আরো যেন ভালো করা যায়, সে পদক্ষেপ নেয়া হচ্ছে।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি এতে সভাপতিত্ব করেন।
উপদেষ্টা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কারো একার নয়। এতে সবার অংশগ্রহণ ছিল। তাই এ বিজয় দিবস সবার, সব বাংলাদেশির। তিনি এসময় সকলের অংশগ্রহণে ভালোভাবে বিজয় দিবস উদ্যাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরো বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস যেন সবার অংশগ্রহণে সুন্দরভাবে উদ্যাপিত হয়, সে বিষয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকা যাতে সঠিক রং, মাপ মেনে তৈরি করা হয় এবং সঠিক নিয়মে উত্তোলন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তায় যাতে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, বিজয় দিবসে যেন ভালোভাবে আলোকসজ্জা করা হয় ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সভায় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম এনডিসিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সূত্রঃপিআইডি