বিদ্যুৎ-জ্বালানি খাতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি খাতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪০ বিলিয়ন ডালার বিনিয়োগ প্রয়োজন। আমাদের কয়লা, গ্রানাইট, সমুদ্রে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।’ এ সব জায়গায় বিনিয়োগ করতে ডেনমার্কের ব্যবসায়িদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

রবিবার (৪ মার্চ) শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিটি উইনথারের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন। বৈঠকে দু’দেশের উভয় নেতা নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি, এলএনজি টার্মিনাল নিয়ে আলোচনা করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডেনমার্ক বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। সরকারের বিনিয়োগবান্ধব বিভিন্ন কর্মসূচির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক দেশে পরিণত হয়েছে।’ সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য ডেনমার্কের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে মিকায়েল হেমনিটি উইনথার বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে যেতে চাই।’ এসময় তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিটি জানান, ডেনমার্কের কয়েকটি প্রতিষ্ঠান এলএনজি ও এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ডেনমার্ক সরকারের আগ্রহের কথাও তিনি ব্যক্ত করেন। নিজ দেশে নিপীড়নের মুখে বাংলাদেশে চলে আসা মিয়ানানমারের রোহিঙ্গাদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ছবি ও সংবাদ-বাংলা ট্রিবিউন