নির্বাচনের আগেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো: শ্রমপ্রতিমন্ত্রী
আগামী সংসদ নির্বাচনের আগেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এছাড়া আগামী জুনের মধ্যে বিদ্যমান শ্রম আইনের সংশোধন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
'গার্মেন্টস শ্রমিকের অধিকার:ঢাকা,গাজীপুর, চট্টগ্রাম ও নারায়নগঞ্জের পরিস্থিতি বিশ্নেষণ' শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আনাম এতে সভাপতিত্ব করেন।
প্রতিবেদনে পোশাক শ্রমিকদের বঞ্চনা এবং বিভিন্ন অনিয়মের বেশ কিছু তথ্য উঠে আসে। এতে দেখা যায়, বেশিরভাগ শ্রমিকেরই আনুষ্ঠানিক নিয়োগপত্র বা চুক্তিপত্র নেই। ঢাকা ও গাজীপুরে প্রায় ৭২ শতাংশ শ্রমিক আনুষ্ঠানিক নিয়োগপত্র পান না। আর চট্টগ্রাম ও নারায়নগঞ্জে এই হার ৫৯ শতাংশের বেশি। ১৬ শতাংশ কারখানায় অতিরিক্ত কাজকে 'ওভারটাইম' হিসেবে গণ্য করা হয় না। ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্রগ্রাম এলাকার ৭৭০ জন শ্রমিকের ওপর এ সমীক্ষা চালানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগী সংস্থা 'তেরে দেস হোম্স' টিডিএইচ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহামুদুল এইচ সুমন এই সমীক্ষাটি পরিচালনা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা ও গাজীপুরে প্রায় ৪২ শতাংশ নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি পায় না। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে ৪৫ শতাংশ শ্রমিক মাতৃত্বকালীন সুবিধা থেকে বঞ্চিত। গর্ভধারণের পর নারী শ্রমিকদের চাকরি চলে যাওয়ার হারও উদ্বেগজনক। ঢাকা ও গাজীপুরে ১৭ শতাংশ নারী শ্রমিক গর্ভধারণের পর চাকরি হারান। চট্টগ্রাম নারায়নগঞ্জে এই সংখ্যা প্রায় ১৪ শতাংশ।
প্রতিবেদনের ফল নিয়ে শ্রমিকদের হতাশ না হওয়ার আহ্বান জানান শ্রমপ্রতিমন্ত্রী। তিনি বলেন, আবেগতাড়িত হয়ে কাজ করা যাবে না। দেশের বাস্তবতা বুঝে কাজ করতে হবে।
শাহীন আনাম বলেন, নিম্নতম মজুরির বদলে 'বাঁচার মত মজুরি' ধারণা নিয়ে এখন কাজ করা দরকার।
অনুষ্ঠানে পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি শামছুন্নাহার ভুঁইয়া এবং বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
সূত্রঃ দৈনিক সমকাল
ছবিঃ সংগৃহীত