ভারত-চীন সম্পর্কে নতুন আশা

ভারত-চীন সম্পর্কে নতুন আশা

ভারত ও প্রতিবেশী চীনের মধ্যে সম্পর্কের বৈরিতা বেশ পুরনো। বছরখানেক আগেও দেশ দুটির সেনাদের মধ্যে দোকলাম সীমান্তে টানা ৭৩ দিন উত্তেজনা বিরাজ করেছে। সেই উত্তেজনা প্রশমিত হয়েছে বলা যাবে না। এখনও রয়েছে। এর মধ্যেই সম্প্রতি ভারতীয় বিমানবাহনী চীন ও পাকিস্তান সীমান্তে তাদের সবচেয়ে বড় মহড়া সম্পন্ন করেছে। এই পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে চীন যাচ্ছেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সঙ্গত কারণেই আঞ্চলিক ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে কী হবে, তা নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করছেন সংশ্লিষ্ট মহল। পর্যবেক্ষক মহল বলছেন, দুই নেতাই বৈঠকে আশাব্যঞ্জক পদক্ষেপ গ্রহণ করবেন। দুই তরফের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা থাকবে ‘কমন গ্রাউন্ড’ সৃষ্টি করা। গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছে ‘সাউথ চায়না মর্নিং পোস্টে’র এক বিশ্লেষণী প্রতিবেদনে।

ভারতের জওরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীকান্ত কোন্দাপাল্লি বলেন, ভারত যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে, সে সম্পর্কে বেইজিং বেশ সতর্ক। এ কারণে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় চীন বহুমুখী পদক্ষেপ নিতে চাইবে। অন্যদিকে চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক অধ্যাপক শি ইনহং বলেন, এই বৈঠক (মোদি-শি) তো আসলে দোকলম সীমান্তে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নেরই বৈঠক। তার কথায়, দোকলাম সীমান্ত নিয়ে দুই দেশ উত্তেজনা প্রশমনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এ বৈঠক তাকে অনুমোদন দেবে মাত্র।

এদিকে চীনা বাণিজ্য বর্তমানে মার্কিন কড়াকড়ির মুখে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশকিছু বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিয়েছেন। জবাবে চীনও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে ভারতে সামনের বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের বছরে যাতে দেশের অর্থনীতির অবস্থা মজবুত থাকে, সেটা নিশ্চিত করতে চাইবে মোদি প্রশাসন। সব মিলিয়ে দুই দেশের ‘প্রতিকূল’ অবস্থান ‘অনুকূলে’ নিতে মোদি ও শি সচেষ্ট থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তবে পাশাপাশি সবাইকে এ-ও মনে রাখতে হবে যে, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। গত সোমবারও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে নিশ্চিত করেছেন যে, চীন পাকিস্তানকে সব ধরনের সহযোগিতার জোগান অব্যাহত রাখবে।

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত