রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনে ক্ষতিকর প্রভাব ফেলবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনে ক্ষতিকর প্রভাব ফেলবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনীতে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শাবির বিজ্ঞানবিষয়ক সংগঠন বিজ্ঞানের জন্য ভালোবাসা ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। 

নসরুল হামিদ বলেন, 'যখন উন্নত দেশগুলোতে গিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেখি, সেখানে কোনো ক্ষতিকর বর্জ্য নির্গমন হয় না। আমরা তেমন প্রযুক্তি ব্যবহার করব, যা সুন্দরবনের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না।'

বিজ্ঞানের জন্য ভালোবাসার সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ। 

এ সময় মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে 'ফান ডে উইথ সায়েন্স' উদ্বোধন করেন ড. জাফর ইকবাল। কর্মসূচিতে বিজ্ঞানভিত্তিক প্রবলেম বুথে শিক্ষার্থীরা রুবিপ কিউব মেলানো, বেসিক সার্কিট সলভিংয়ের মতো মোট ১৪ ধরনের খেলায় অংশ নেয়। পরে বিকেলে সায়েন্স টক পর্বে বক্তব্য দেন ড. জাফর ইকবাল। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

সূত্রঃ দৈনিক সমকাল

ছবিঃ সংগৃহীত