বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী

সরকারের কর বৃদ্ধির প্রতিবাদে কয়েক দিন ধরে চলতে থাকা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি। গতকাল তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি জর্ডান সরকার সম্প্রতি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যার অংশ হিসেবে কয়েক দিন আগে পার্লামেন্টে নতুন কর বিল প্রস্তাব করা হয়। ওই কর বিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত বলে জানায় সরকার। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, নতুন ওই কর বিলের কারণে দরিদ্র ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে। ওই বিলের প্রতিবাদে রাজধানী আম্মানে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাদশাহ আব্দুল্লাহর কাছে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ। গত শনিবার রাতে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ রাজধানীর বিভিন্ন সড়ক আটকে দেয় এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এমন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর এলো।

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত