কোনো অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না

কোনো অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোনো অপশক্তিই এ অগ্রযাত্রা রুখতে পারবে না। খুব শিগিরিই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের সারিতে অর্ন্তভুক্ত হবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল উপজেলায় সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে নব নির্মিত থানা ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক দিক চিন্তা করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী দেশে আশ্রয় দিয়েছেন। এজন্য বিশ্ববাসীর কাছে মাদার অফ হিউমিনিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। যা আজ গোটা জাতির গর্ব।

তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমারা আশাকরি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সহায়তা নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড)-এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান।

এরআগে, বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে বাউফলে আসেন।এসময় তাকে স্বাগত জানান স্থানীয় সাংসদ আসম ফিরোজ। এরপর বাউফল থানা পুলিশ তাকে গার্ড অফ অর্নার দেন।এরপর তিনি থানার নতুন ভবন উদ্বোধন করেন।

ছবি ও সূত্র-বাংলানিউজ ২৪